সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার অন্যতম প্রাচীনতম প্রতিষ্ঠান গুরুসদয় স্কুল এন্ড কলেজ সিলেট জেলার পূর্ব সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জের কুশিয়ারা নদীর তীরবর্তী বীরশ্র্রী ইউনিয়নের পিয়াইপুর গ্রামে অবস্থিত । ব্রতচারী আনেআদালনের প্রবর্তক উপমহাদেশের প্রথম আইসিএস বাবু গুরুসদয় দত্ত কর্তৃক প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি অবহেলিত ও প্রত্যন্ত অঞ্ঝলের শিক্ষার আলো ছড়িয়ে দিতে ০১/০১/১৮৮২ ইং হতে অদ্যবধি অগ্রনী ভূমিকা পালন করে যাচ্ছে । আমি এ প্রতিষ্ঠানষ্টির উত্তরোত্তর সফলতা কামনা করি ।
স্বাক্ষরিত
বীর মুক্তিয়োদ্ধা মাসুক উদ্দিন আহমদ
সভাপতি
গুরুসদয় স্কুল এন্ড কলেজ ।
বীরশ্রী, জকিগঞ্জ, সিলেট ।